প্রতিদিন রাতে ঘুমানোর আগে সাতটি আমল যা আপনার জীবনকে বদলে দেবে।

প্রতিদিন রাতে ঘুমানোর আগে সাতটি আমল যা আপনার জীবনকে বদলে দেবে। ibrahim blog

প্রতিদিন রাতে ঘুমানোর আগে সাতটি আমল যা আপনার জীবনকে বদলে দেবে।


১। আপনি ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই প্রতিদিন অজু করে বিছানায় যাবেন।

২। বিছানায় শুয়ে অবশ্যই প্রতিদিন ঘুমের দোয়া এবং ডান কাত হয়ে শোবেন।

৩। বিছানায় শুয়ে আয়াতুল কুরসি ও সূরা বাক্বারার শেষ দুই আয়াত পাঠ করবেন।

৪। সূরা ফাতিহা ও সূরা কাফিরুন পড়বেন।

৫। তিন কুল অর্থাৎ সূরা ইখলাস, নাস ও সূরা ফালাক, তিনবার করে পাঠ করবেন।

৬। সুবহান আল্লাহ্ ৩৩ বার, আলহামদুলিল্লাহ্ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার করে প্রতিদিন পাঠ করবেন।

৭। সূরা মূলক ও ইস্তেগফার পড়বেন।

সমাজে প্রচলিত ১২৮ টি কুসংস্কার


শেষ কথা

আপনি যদি প্রতিদিন এই আমলগুলো নিয়মিত করেন। তাহলে আপনি কয়েক দিনের মধ্যে আপনার পরিবর্তন আপনি নিজেই দেখতে পারবেন।
Previous Post
Next Post