যারা রেগুলার ব্লগে লেখালেখি করে তাদের দৈনিক আয় কত?

যারা রেগুলার ব্লগে লেখালেখি করে তাদের দৈনিক আয় কত? ibrahim blog

যারা রেগুলার ব্লগে লেখালেখি করে তাদের দৈনিক আয় কত?


বন্ধুরা আপনারা যারা নতুন ব্লগিং করে ইনকাম করবেন ভাবতেছেন। তারা চিন্তিত থাকেন যে ব্লগিং করে দৈনিক অথবা মাসে কত টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব! আপনি জানলে অবাক হবেন যে ব্লগিং করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব।

একটু সহজ ভাষায় বলতে গেলে ব্লগিং এর পুরোটাই ইনকাম নির্ভর করে ট্রাফিক বা ভিজিটরের উপর। আপনি একটু চিন্তা করে দেখেনতো আপনি একটি ব্লগ   লিখেছেন সেই ব্লগে যদি কোন ভিজিটর না থাকে তাহলে আপনার ব্লগটি কে দেখবে? এবং সেই ব্লগে যদি কোন অ্যাড শো করে সেই অ্যাড গুলো কে দেখবে? এবার আপনেই বলুন আপনার ইনকামটা কিভাবে হবে। এজন্যই আমরা বলে থাকি একটি ব্লগের বা একটি ওয়েবসাইটের প্রাণ হচ্ছে ভিজিটর।

আপনার ব্লগ বা ওয়েবসাইটের যত বেশি ভিজিটর আনতে পারবেন আপনার ইনকামও তত বেশি হবে। মানুষ বিভিন্ন ভাবে ব্লগিং করে। কেউ ইউটিউবে ভিডিও শেয়ার করে ব্লগিং করে, কেউ লেখালেখি করে ব্লগিং করে আর কেউবা ফটো আপলোড দিয়ে ব্লগিং করে। যার ব্লগ বা ওয়েবসাইট যত বেশি জনপ্রিয় তার ইনকামও ততো বেশি হয়ে থাকে।

ডলারের হিসাব করতে গেলে, শুধু একটি ব্লগ সাইটের মাধ্যমে, এমন এমন ব্লগার আছে যারা দিনে ১ সেন্ট থেকে শুরু করে ৫০০০$ ডলার পর্যন্ত ইনকাম করে থাকে। আমাদের দেশে একটি ব্লগার যদি প্রতিদিন ৫$ থেকে ৩০$ ডলার আয় করে তাহলে তাকে একজন ভাল ব্লগার বলা যায়।


শেষ কথাঃ
আপনি যদি মনে করেন আপনি ব্লগিং শুরু করবেন তাহলে, আপনি ব্লগিং শুরু করতে পারেন কোন সমস্যা নেই। তবে একটা কথা হচ্ছে আপনি যদি ডোমেইন কিনে ব্লগিং করেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি এর সাফল্য অর্জন করতে পারবেন। আপনার কনটেন্ট গুলো ইউনিক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি কোন কনটেন্ট কপি করতে পারবেন না, আপনার সম্পূর্ণ কনটেন্ট গুলো ইউনিক বা নতুন হতে হবে। ধন্যবাদ সবাইকে সবাই ভাল এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Previous Post
Next Post