আপনার লেখা আর্টিকেলটি কপিরাইটমুক্ত কিনা সেটি কিভাবে চেক করবেন? A to Z গাইড

আপনার লেখা আর্টিকেলটি কপিরাইটমুক্ত কিনা সেটি কিভাবে চেক করবেন? A to Z গাইড। Ibrahim blog

আপনার লেখা আর্টিকেলটি কপিরাইটমুক্ত কিনা সেটি কিভাবে চেক করবেন? A to Z গাইড

বন্ধুরা আপনারা যারা ব্লগিং করে বা অনলাইনে লেখালেখি করে ইনকাম করতে চান তাদের জন্যে আজকের এই আর্টিকেলটি। তারা আজকে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন। তাহলে আজকে আপনাদের সকল ভুল ভ্রান্তি দূর হয়ে যাবে এবং আপনারা ভবিষ্যতে অনলাইনে লেখালেখি করে অনেক বেশি ইনকাম করতে পারবেন।

আমাদের মধ্যে অনেকেই ব্লগিং বা লেখালেখি করে ইনকাম করার আশায় অনলাইনে আসে। কিন্তু কয়েক দিন কাজ করার পরে পরবর্তীতে আমরা অনেকেই হতাশ হয়ে এখান থেকে ঝরে পড়ি। সবাই কিন্তু সাফল্য অর্জন করতে পারে না। এই সাফল্য অর্জন না করার একটি মাত্র কারণ তা হচ্ছে আপনি যে আর্টিকেলটি লিখতেছেন সে আর্টিকেলটি কি সম্পূর্ণ কপিরাইট মুক্ত আছে নাকি অন্য কারো আর্টিকেলের সাথে আপনার আর্টিকেলটি একই বা কপিরাইট হয়ে যাচ্ছে। 

আপনি মনে করতেছেন আপনার আর্টিকেলটি সম্পূর্ণ কপিরাইট মুক্ত। যেহেতু আর্টিকেলটি আপনি নিজেই লিখেছেন সেহেতু আপনি মনে করতেছেন এটির মালিক আপনি নিজেই। কিন্তু আপনি কি জানেন? আপনি যে আর্টিকেলটি নিজে নিজে লিখেছেন ওই আর্টিকেলটিও কিন্তু কপিরাইট হতে পারে। আপনার লেখার আর্টিকেলটির সাথে অন্য কারো আর্টিকেল যদি মিলে যায়, তাহলে আপনার আর্টিকেলে কপিরাইট চলে আসবে। 

এই আর্টিকেলের কপিরাইট থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে, আপনি যে আর্টিকেল গুলো লিখবেন সে আর্টিকেল গুলো চেক করুন। প্রতিটি আর্টিকেল লেখার পরে একটি ওয়েবসাইটের মাধ্যমে চেক করবেন। আপনার আর্টিকেলটি ১০০% কপিরাইট মুক্ত আছে কিনা সেটা চেক করুন। কপিরাইট মুক্ত আর্টিকেল লিখলে আপনি খুব তাড়াতাড়ি অনলাইনে সাফল্য অর্জন করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন।

তাই আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের লেখা আর্টিকেল গুলো কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদের লেখা আর্টিকেলগুলো কপিরাইট মুক্ত আছে কিনা। সেগুলো চেক করার পরে আপনারা আপনাদের ব্লগে পোস্ট করবেন। আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি Step-by-Step দেখিয়ে দিব।

অনলাইনে কপিরাইট আর্টিকেল চেক করার জন্য হাজার হাজার ওয়েবসাইট রয়েছে কিন্তু অনেক ওয়েবসাইট ভুল তথ্য দিয়ে থাকে। আমি আপনাদের আজকে যে ওয়েবসাইট টি দেখাবো, সেই ওয়েবসাইটে আপনারা ৯৯% সঠিক তথ্য পাবেন।


১। আপনারা প্রথমে আপনাদের যেকোনো একটি ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে গেলে আপনাদের কাজটি অনেক সুবিধাজনক হবে। এরপর আপনারা www.duplichecker.com এই ওয়েবসাইটটিতে ঢুকবেন।

আপনার লেখা আর্টিকেলটি কপিরাইটমুক্ত কিনা সেটি কিভাবে চেক করবেন? A to Z গাইড। Ibrahim blog


২। তারপর আপনাদের লেখা আর্টিকেলটি সম্পূর্ণ কপি করবেন, নিচে দেখানো ছবিতে মার্ক করা যে জায়গায় ওখানে আপনার আর্টিকেলটি পেস্ট করবেন। তবে অবশ্যই মনে রাখবেন এখানে আপনি বিনামূল্যে মাত্র ১০০০ ওর্য়াড চেক করতে পারবেন। ১০০০ ওয়ার্ড এর বেশি চেক করতে চাইলে, এখানে আপনাকে টাকা পে করতে হবে।

আপনার লেখা আর্টিকেলটি কপিরাইটমুক্ত কিনা সেটি কিভাবে চেক করবেন? A to Z গাইড। Ibrahim blog


৩। তারপর আপনাকে "I'm not a robot" এটিতে ক্লিক করে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে এখানে সবুজ রং এর একটি ট্রিক মার্ক চলে আসবে।

আপনার লেখা আর্টিকেলটি কপিরাইটমুক্ত কিনা সেটি কিভাবে চেক করবেন? A to Z গাইড। Ibrahim blog


৪। তারপর আপনাকে নিচে লেখা "Check Plagiarism" এ ক্লিক করতে হবে।

আপনার লেখা আর্টিকেলটি কপিরাইটমুক্ত কিনা সেটি কিভাবে চেক করবেন? A to Z গাইড। Ibrahim blog


এটাতে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে।

আপনার লেখা আর্টিকেলটি কপিরাইটমুক্ত কিনা সেটি কিভাবে চেক করবেন? A to Z গাইড। Ibrahim blog


আপনি এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে নিচে আপনার আর্টিকেলের রেজাল্ট শো করবে। এখানে আপনার আর্টিকেলটি যদি কপিরাইট থাকে সেটি শো করবে এবং যদি কপিরাইট মুক্ত থাকে সেটিও শো করবে।

আপনার লেখা আর্টিকেলটি কপিরাইটমুক্ত কিনা সেটি কিভাবে চেক করবেন? A to Z গাইড। Ibrahim blog


আপনার লেখা আর্টিকেলটিতে কত % ইউনিক এবং কত % কপিরাইট আছে সেটা দেখাবে। এভাবে আপনি আপনার আর্টিকেলটি কপিরাইট কিনা সেটি চেক করতে পারবেন।




শেষ কথাঃ

আমাদের আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে ভুলবেন না। নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। আমরা সব সময় আপনাদেরকে সাহায্য করার প্রচেষ্টায় থাকি। আপনারা ব্লগিং করার ক্ষেত্রে যেকোন সমস্যায় পড়লে আমাদেরকে নক করতে পারেন। আমাদের টিমের যেকোনো একজন আপনার সাথে যোগাযোগ করে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে সবাই ভাল এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
Previous Post
Next Post