মোবাইলের ডার্ক মোড অন করে রাখার সুবিধা কি?
বর্তমান সময়ে বলতে গেলে, ডার্ক মোড বেশ ট্রেন্ডে আছে। সময়ের সাথে সাথে ডার্ক মোড এর জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলছে। এখন প্রায় অনেক অ্যাপ্লিকেশন গুলোই ডার্ক মোড এর সুবিধা দিয়ে থাকে এবং অনেক ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইট গুলো ডার্ক মোড এর সুবিধা রাখে।
এখন প্রশ্ন হচ্ছে ডার্ক মোড কি?
ডার্ক মোড হল একটি সেটিং এর নাম। আপনার মোবাইল কিনবা অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড এর মধ্যে যেসব স্থানে হোয়াইট কিংবা সাদা অংশ থাকে ওই সব স্থানে ব্লাক বা কালো করার নামই হচ্ছে ডার্ক মোড। এই ডার্ক মোড টি করা হয় মূলত আপনার মোবাইলের ব্যাটারির এনার্জি সেভিং এবং স্কিনের চমক কমানোর জন্য ডার্ক মোড টি ব্যবহার করা হয়।
আপনার মোবাইল কিংবা কম্পিউটারে ডার্ক মোড ব্যবহার করার নানা রকমের সুবিধা রয়েছে। আবার এটা ব্যবহারের কিছু খারাপ দিকও রয়েছে। আজকে আমরা ডার্ক মোড এর সব গুলো বিষয় নিয়ে আলোচনা করে আপনাদের কি ক্লিয়ার করে দিব।
ডার্ক মোড ব্যবহারের সুবিধা কি?
যদি আপনার ডিভাইসের মধ্যে OLED যার মিনিং হচ্ছ ( Organic Light Emitting Diode ) এবং AMOLED ডিসপ্লে থাকে তাহলে, এই ডার্ক মোড আপনার ব্যাটারি পাওয়ার সেভিং করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কেননা যখন আপনি ডার্ক মোড ব্যবহার করেন তখন আপনার মোবাইলের ডিসপ্লের অধিকাংশ স্থান কালো হয়ে থাকে। এতে ডিসপ্লে যে আগত নীল আলোর রশ্মির পরিমাণ কমে যায়। তাছাড়া ডিসপ্লে এবং রিফ্লেকশন ও কম হয়।
এছাড়াও ডার্ক মোড ব্যবহারের সময় বেশিরভাগ স্থান কালো থাকায় তা আপনাদের চোখের পক্ষে অনেক আরামদায়ক এবং অন্ধকারের মধ্যেও যদি আপনি ফোন ব্যবহার করেন তারপরও আপনার চোখের কোন ক্ষতি হবে না।
ডার্ক মোড ব্যবহারের অসুবিধা কি?
এখনো অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যা ডার্ক মোড এর সাথে ঠিকমত অপটিমাইজ নয়। এর জন্য আপনাকে পরিষ্কার ভিজুয়াল পেতে অনেক সমস্যা হতে পারে।
আবার যেসব স্থানে অধিক আলো যুক্ত থাকে সেসব স্থানে ডার্ক মোড ব্যবহার করলে ডিসপ্লে এর লেখা গুলো যেন আবছা দেখা যায়। এর জন্য আপনার কাছে বিরক্ত মনে হতে পারে।
সেই ভাবে বলতে গেলে ডার্ক মোড এর সুবিধার থেকে অসুবিধার পরিমাণ খুবই ক্ষুদ্র। কেননা সব থেকে বড় কথা হচ্ছে এই ডার্ক মোড টি আপনার চোখের জন্য খুবই উপযোগী। আমাদের মধ্যে অনেকেই আছে যারা অতিরিক্ত ফোন ব্যবহারের ফলে বা অতিরিক্ত কম্পিউটার ব্যবহারের ফলে তাদের চোখ নষ্ট হয়ে যায়, এই ডার্ক মোড চোখের কোনো রকম সমস্যা করে না।
আজকে আপনি ডার্ক মোড সম্পর্কে নতুন কিছু জেনে থাকলে, আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভাল এবং সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ!