৩১ জনকে নিয়োগ দিবে পি.ডি.বি ২০২১ | PDB Job Circular 2021

৩১ জনকে নিয়োগ দিবে পি.ডি.বি ২০২১ | PDB Job Circular 2021 

৩১ জনকে নিয়োগ দিবে পি.ডি.বি ২০২১


নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি 2 টি পদে 31 জনকে নিয়োগ দেওয়া হবে। গত ০৫/০৯/২০২১ইং থেকে আবেদন শুরু হয়েছে আর এই আবেদন চলতে থাকবে ৩০/০৯/২০২১ইং বিকেল ০৫:০০ টা পর্যন্ত।


১। পদের নামঃ সহকারি পরিচালক পদঃ হিসাব, অর্থ, অডিট, বাণিজ্যিক, পরিচালন ইত্যাদি।

পদের সংখ্যাঃ 11 টি

বেতন স্কেলঃ 22 হাজার টাকা থেকে  53 হাজার টাকা পর্যন্ত এছাড়া প্রচলিত অন্যান্য সুযোগ-সুবিধাও রয়েছে।

শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর, আগ্রহী আবেদনের প্রার্থীগনের কোন পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে ফল হলে আবেদন করতে পারবে না।

অভিজ্ঞতাঃ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে।


২। পদের নামঃ হিসাবরক্ষক।

পদের সংখ্যাঃ ২০টি।

বেতন স্কেলঃ 16 হাজার টাকা থেকে 38 হাজার 640 টাকা পর্যন্ত।এছাড়া প্রচলিত অন্যান্য সুযোগ-সুবিধাও রয়েছে।

শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্যে স্নাতকসহ স্নাতকোত্তর, আগ্রহী আবেদনের প্রার্থীগনের কোন পরীক্ষায় দ্বিতীয় বিভাগের নিচে ফল হলে আবেদন করতে পারবে না।

নারী-পুরুষ উভয়েই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন, চাকরির ধরন হবে স্থায়ী। উত্তীর্ণদের বাংলাদেশের যে কোন জেলায় বা উপজেলায় নিয়োগ দেওয়া হবে।

চাকরির বিজ্ঞপ্তির জন্য বলা হয়েছে বয়সের ক্ষেত্রে গত বছরের 25 মার্চে যাদের 30 বছর পূর্ণ হয়েছে তারা এই পদে আবেদন করতে পারবেন। মূলত করোনার প্রাদুর্ভাব বাড়ার কারণে অনেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা এতদিন বন্ধ হয়েছিলো। 

তাই সরকারি চাকরির আবেদনের জন্য বয়সসীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এবং সেই প্রজ্ঞাপনের আলোকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।


চাকরির বিজ্ঞপ্তির জন্য বলা হয়েছে বয়সের ক্ষেত্রে গত বছরের 25 মার্চে যাদের 30 বছর পূর্ণ হয়েছে তারা এই পদে আবেদন করতে পারবেন।

তবে যারা মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা গত বছরের 25 শে মার্চ একই দিনে 32 বছর দেওয়া হয়েছে। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর বয়স হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।


আগ্রহী প্রার্থীগণ ( www.bpdb.teletalk.com.bd ) এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।  

আবেদন করার সময় আপনাকে অবশ্যই 300x300 সাইজের ছবি ও 300x80 সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।


টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারিত হয়েছে 600 টাকা। আপনাকে অবশ্যই 72 ঘণ্টার মধ্যে আবেদনের ফি পাঠিয়ে নিশ্চিত করতে হবে।


Job Collects: SomoyNews.TV


Previous Post
Next Post