১৯৭১ সালে এ দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ নামে স্বীকৃতি পায় । দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আমরা বাংলাদেশে বাস করি কিন্তু অনেকেই জানি না এই বাংলাদেশের আসল অর্থ কি? আজ আমরা জানবো বাংলাদেশ এর পূর্ণরূপ কি?
'Bangladesh'-এর পূর্ণরূপ কী?
BANGLADESH এর পূর্ণরূপ হলোঃ
B=Blood (রক্তে)
A=Achieve (অর্জিত)
N=Noteworthy (স্মরণীয়)
G=Golden (সোনালী)
L=Land (ভূমি)
A=Admirable (প্রশংসিত)
D=Democratic (গণতান্ত্রিক)
E=Evergreen (চিরসবুজ)
S=Sacred (পবিত্র)
H=Habitation (বাসভূমি)
অর্থাৎ প্রতিটি শব্দ একসাথে করলে হয়ঃ
'রক্তে অর্জিত স্মরণীয় সোনালী ভূমি, প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ পবিত্র বাসভূমি'।
আজকে আপনি নতুন কিছু জেনে থাকলে আমাদের পোস্ট টি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
