ইউটিউবে ভিডিও ভাইরাল না হওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ
ইউটিউবে ভিডিও ভাইরাল না হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেটা আমরা নতুন ইউটিউবাররা কিন্তু জানিনা। যেটা আজকে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো তখন বুঝতে পারবেন যে, আপনার ভিডিওগুলো কেনো ভাইরাল হচ্ছে না। এতো ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, এর মূল কারণ হচ্ছে স্পামিং কিভাবে হয় কোন গুলা করার কারনে আপনি এই সমস্যায় পড়ে যাচ্ছেন।
তার A টু Z আজকে ক্লিয়ার করে দেব। স্পামিং কথাটার সাথে আমরা অনেকেই মনে হয় পরিচিত কিন্তু স্পামিং আসলে কোন কোন ক্ষেত্রে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আপনাদেরকে বলি, প্রথমত চ্যানেল ডাউন হয় দ্বিতীয়ত কোন ওয়ার্নিং ছাড়াই আপনার চ্যানেল সাসপেন্ড হতে পারে। স্পামিং এমন একটা বিষয় ইসলামিক এর ক্ষেত্রে হতে পারে, দেখেন ভিডিও শেয়ারের ক্ষেত্রেও হতে পারে, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো সবকিছু বলে দেবো।
আজ সবচাইতে গুরুত্বপূর্ণ পরিচিত যেটা আমরা সাব টু সাব করতে বলি, এটা স্প্যামিংয়ের মধ্যেই পরে। এখন হচ্ছে কমেন্টে স্পামিং, আমরা জানি যে কমিউনিটি স্পামিং যেমন আপনি যদি একটা ছোট ইউটিউবার হন, সাধারণত একজনের কমেন্ট বক্সে গিয়ে যদি লেখেন আমার চ্যানেলটা ঘুরে আসুন, আমাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বা কারো কমেন্ট বক্সে আমি লিংক শেয়ার করে দিলাম বা কারো কমেন্ট বক্সে চ্যানেলের লিংক দিলাম তাকে বললাম যে, ভাই আমার চ্যানেলটা দেখুন এবং সাবস্ক্রাইব করুন।
যারা এই সমস্ত কমেন্ট করতেছেন এগুলা কিন্তু স্পামে পড়ে যাচ্ছেন আর এই কমিটির কারণে আপনার চ্যানেলটা দিনে দিনে ডাউন হয়ে যাচ্ছে। আপনি হয়তো জানেন কিনা আপনি যে কমেন্ট গুলো পড়তে ছেন সে কন্ট্রাক্টর যদি রিপোর্ট নাও করে। তারপরও স্পামিং কমেন্টগুলা অটোমেটিকেলি চলে যাচ্ছে ইউটিউবের ডাটাবেজে। এটা কিন্তু আসলে সত্য কথা আপনি যদি এই ধরনের কমেন্ট করেন, তারা আপনার কমেন্ট পড়ে চলে যাবে তারপর আপনার চ্যানেলের ইফেক্ট পড়বে অতিরিক্ত স্পাম করার কারণে এমনকি চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে।
তাহলে স্পামিং কমেন্টগুলো পড়ে আপনাদের কোন প্রয়োজন আছে, নেই যেহেতু আপনাদের চ্যানেল এর বেশিরভাগ ক্ষতি হয়ে থাকে। আজ পর্যন্ত কেউ স্পামিং করে তার চ্যানেলের কোন উন্নতি করতে পারে নাই। শেষে দেখা গেছে চ্যানেল টা চলে গেছে স্পামিং থেকে বিরত থাকুন। এখন আরেকটা বিষয় হচ্ছে শেয়ারিং। শেয়ারিং এর বিষয়টা যখন ভিডিওতে ভিউজ আসে না। তখন সিদ্ধান্ত নেন যে, বিভিন্ন জায়গায় ভিডিও শেয়ার করে প্রমোশন করবেন।
আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মেসেজ বক্সে আপনার ভিডিও লিংক হিউজ পরিমান শেয়ার করেন। এতে আপনি মনে করেন আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে, কিন্তু আপনি যখন অতিরিক্ত মেসেজ দিতে থাকেন তখন সেটাই স্পামিং, অতিরিক্ত কোন কিছুই ভালো না। অতিরিক্ত সব সময়ের জন্য চ্যানেলের ইফেক্ট পরতে পারে। তাই আপনারা একটা লিমিট রাখুন শেয়ারও করা যাবে। যাবে না তা বলছি না, শেয়ার অপশন দিয়েছে শেয়ার করা যাবে।
কিন্তু লিমিট রেখে শেয়ার করতে হবে, লিমিটের বাইরে গেলে আপনার চ্যানেলটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি যদি নিয়ম মাফিক কন্টিনিউ কাজ করেন ভিডিও আপলোড করেন, তাহলে ২০২১ সালে এসেতো অনেকে ইউটিউবার হতে পারে। তাহলে আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। সামনে আসছে ২০২২ সাল অবশ্য ভালোমতো যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনিও ইউটিউবার হতে পারবেন। স্পামিং থেকে বিরত থাকুন আপনার চ্যানেল অবশ্যই র্যাংক করবে।
আমি আশা করি বোঝাতে পেরেছে স্প্যামিংয়ের কারণে আপনার চ্যানেল গ্রো হচ্ছে না। ভাইরাল করছেন আপনারা, স্পামিং বেশি হয়ে গেলে কিন্তু চ্যানেল সাসপেন্ড হতে পারে। আশা করি আপনি সম্পূর্ণ বুঝতে পেরেছেন।