ইউটিউব থেকে বেশি ইনকাম করার কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিকস | Youtube Income Tricks High CPC

ইউটিউব থেকে বেশি ইনকাম করার কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিকস | Youtube Income Tricks High CPC | Ibrahim Blog

ইউটিউব থেকে বেশি ইনকাম করার কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিকস | Youtube Income Tricks High CPC


কোন টপিকে কাজ করলে ইউটিউব থেকে বেশি আয় করা যায়?


আপনি যদি ইউটিউব থেকে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য ইউটিউবিং করতে চান, তাহলে বাংলা কনটেন্ট ও হিন্দি কনটেন্ট অর্থাৎ এক কথায় বলতে গেলে আমাদের এশিয়া মহাদেশে যেসব দেশগুলো রয়েছে, এই সমস্ত দেশ গুলোকে টার্গেট করে কোনো রকম কনটেন্ট তৈরি করবেন না। 

কেননা এই এশিয়া মহাদেশ গুলোর যেসব কোম্পানিগুলো রয়েছে সেইসব কোম্পানিতে এরা তাদের অ্যাডের পেছনে অল্প টাকা ব্যয় করে। যার কারণে এসব অ্যাডের সি.পি.সি. এবং আর.পি.এম. রেট খুবই কম হয়, আর এই জন্যই আমাদের ইনকামও কম হয়ে থাকে।

আপনারা যদি ইউটিউব থেকে বেশি টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে আপনার অডিয়েন্স সিলেক্ট করতে হবে ইউরোপ, আমেরিকার মতো দেশগুলো কে টার্গেট করে। অর্থাৎ আপনাকে কনটেন্ট বানাতে হবে ইংরেজিতে। কেননা ইংরেজি কনটেন্টের অডিয়েন্স সারা বিশ্বে রয়েছে।


আবার একটা জিনিস খেয়াল রাখবেন আপনাকে আমি ইংরেজিতে কনটেন্ট তৈরী করতে বলেছি, এর মানে এই নয় যে, শুধু ইংরেজিতেই কনটেন্ট বানাবেন। আপনাকে  শুধু ইংরেজিতে কনটেন্ট তৈরি করলে হবে না, আপনাকে একটি সঠিক নিশ বা টপিকের উপর ভিত্তি করে আপনার কনটেন্ট গুলো তৈরি করতে হবে, যাতে আপনার অডিয়েন্স আপনার ভিডিও গুলো দেখতে পছন্দ করে। 

আপনি যদি কোনো টপিক খুঁজে না পান তাহলে, আপনি ইন্টারনেটে এই বিষয়ের উপর রিচার্জ করে আপনার যে টপিকটি পছন্দ হয়, আপনি সেই টপিকটি নিয়ে কাজ করতে পারেন।


আবার নিশ বা টপিক সিলেক্ট করার সময় যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, আপনি এমন একটি নিশ বা টপিক সিলেক্ট করবেন, যে নিশ এর উপরে আপনি শুধু এডসেন্স থেকে নয়, এডসেন্স এর পাশাপাশি আপনি অ্যাফিলিয়েট অথবা বিভিন্ন প্রোডাক্ট এসপন্সর নিয়ে ইনকাম করতে পারেন। সেই বিষয়ের উপরে আপনাকে নিস বা টপিক সিলেক্ট করতে হবে।

নিশ নির্বাচন করার সময় আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে যে, আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ টি ভবিষ্যতে থাকবে কিনা? সেটা আপনাকে অবশ্যই যাচাই করে জানতে হবে। কেননা আপনি যে বিষয়ের উপরে কনটেন্ট তৈরি করবেন সেটির ডিমান্ড যদি এক বছর কিংবা দুই বছর পরে কমে যায় তাহলে, আপনার এই ইনকামও শুধু এক বছর বা দুই বছর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। 

এরপর থেকে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। কেননা এর ফলে আপনার চ্যানেল টি আস্তে আস্তে ডাউন হয়ে যাবে এবং আপনার ইনকামও বন্ধ হয়ে যাবে। কারণ আপনার চ্যানেলে যদি ভিউজ না আসে তাহলে ইনকাম হওয়ার কোন প্রশ্নই আসে না। 


এই জন্য আপনি এমন একটি নিশ নির্বাচন করবেন, যে নিশটি ভবিষ্যতেও এর ডিমান্ড একই রকম থাকবে। হয়তোবা তার থেকে বেশিও থাকবে। সে রকম একটি নিশ আপনি নির্বাচন করবেন। তাহলে সেটা থেকে আপনি ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন।

আপনি ইউটিউব থেকে বেশি ইনকাম করতে চাইলে আমার কাছে প্রফিটেবল কিছু নিশের আইডিয়া রয়েছে, আপনারা এগুলো আরো ভালো করে রিচার্জ করে দেখতে পারেন। যদি ভালো লাগে এই বিষয়ের উপরে আপনারা নিশ নির্বাচন করে তারপরে আপনাদের ইউটিউবিং শুরু করতে পারেন।


লাভজনক কয়েকটি গুরুত্বপূর্ণ নিশ আইডিয়া।


  • প্রোডাক্ট রিভিউ।
  • টেকনোলজি।
  • গেমিং ভিডিও।
  • ইংলিশ ব্লগ।
  • হেলথ এন্ড বিউটি।
  • ফ্যাশন ডিজাইন।
  • ফুড গার্ডেন।
  • ট্রাভেলিং ব্লগ।
  • অ্যাফিলিয়েট।
  • অ্যানিম্যালস ভিডিও।


এই ধরনের নিশ গুলো থেকে অনেক ভালো পরিমাণে ইনকাম করা যায়। আপনারা চাইলে এখান থেকে যে কোন একটি নিশ এর উপরে কাজ শুরু করতে পারেন। উপরের যে কোন নিশ যদি আপনার বুঝতে সমস্যা হয়,  তাহলে সেই নিশের উপরে গুগলে সার্চ করে আপনি ভালো করে রিচার্জ করে জেনে নিন এবং আপনার ইউটিউবিং লাইফ শুরু করে দিন।

Previous Post
Next Post