যখন আপনার সাথে কেউ নিজের ভুল স্বীকার না করে তর্ক করে, তখন আপনার কি করা উচিত? Kew Ojotha Torke Jorale Ki Korben

যখন আপনার সাথে কেউ নিজের ভুল স্বীকার না করে তর্ক করে, তখন আপনার কি করা উচিত? Kew Ojotha Torke Jorale Ki Korben ?


যখন আপনার সাথে কেউ নিজের ভুল স্বীকার না করে তর্ক করে, তখন আপনার কি করা উচিত?


আপনার সাথে কেউ অযথা তর্কে লিপ্ত হলে তখন আপনি কি করবেন?


এটা বলার আগে আপনাকে ছোট্ট একটা গল্প বলি। একদিন একটি গাধা জঙ্গলের মধ্যে একা একা ঘাস খাচ্ছিলো। তখন সেই পথ দিয়ে একটি বাঘ যাচ্ছিল এবং বাঘটি দেখতে পেল গাধাটি একা একা ঘাস খাচ্ছে, তখন বাঘটি গাধাটাকে জিজ্ঞেস করলো এই গাধা তুমি কি খাচ্ছ? 


গাধাটা তার প্রশ্নের উত্তর দিলো আমি ঘাস খাচ্ছি, তখন বাঘটি বলল তোমার ঘাস খাওয়া হলে আমি তোমাকে খাবো। তখন গাধাটি ভীত হয়ে বাঘটিকে বলল আপনি আমাকে খাবেন না, আপনি আমাকে দয়া করে ছেড়ে দিন। 


বাঘটি বলল আচ্ছা তোমাকে আমি এক শর্তে ছাড়তে পারি, তুমি বলতো তুমি যে ঘাস খাচ্ছো সেই ঘাসের রং কি? গাধাটি তার প্রশ্নের উত্তরে বললো ঘাসের রঙ হচ্ছে নীল এবার বাঘ খেপে গিয়ে বললো আমি তোমাকে খেয়ে ফেলবো। 


গাধাটি বলল আমি তো আপনার প্রশ্নের উত্তর দিয়েছি, তাহলে আপনি আমাকে কেন খাবেন? তখন বাঘটি বলল তুমি যে প্রশ্নের উত্তর দিয়েছো এটি ভুল ঘাসের রং হচ্ছে সবুজ। গাধাটি এবার জোর গলায় বললো, না ঘাসের রং হচ্ছে নীল। বাঘ বলে, না ঘাসের রং সবুজ। 


এভাবে তাদের মধ্যে অনেক বড় ঝগড়া শুরু হয়ে গেল, এবার বাঘ বললো আচ্ছা ঠিক আছে তাহলে জঙ্গলের রাজা সিংহ মশায়ের কাছে চলো সে আমাদের বিচার করে দেবে, গাধাটি বললো আচ্ছা ঠিক আছে তাহলে চলো রাজা মশাইয়ের কাছে। 


গধাটি আগে আগে গিয়ে রাজামশাই কে বললো, রাজামশাই! রাজামশাই! আপনি বলেন তো ঘাসের রং নীল কিনা? রাজামশাই বলল-হ্যাঁ ঘাসের রং নীল এরপর গাধাকে বললো, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চলে যাও। 


এবার বাঘকে সিংহ বললো তোমাকে শাস্তি দেওয়া হল। এটা শুনে বাঘটি রাজামশাই কে জিজ্ঞেস করল রাজামশাই আমি যে উত্তর দিয়েছি আমারটা তো সঠিক ছিল ঘাসের রংতো সবুজ, তাহলে আপনি আমাকে কেন শাস্তি দিলেন? 


Learn more... একটি ইসলামিক শিক্ষনীয় গল্প


তখন রাজা মশাই বলল হ্যাঁ তোমার উত্তর সঠিক কিন্তু তোমাকে কেন শাস্তি দিয়েছি সেটা কি তুমি জানো? তোমার উত্তর সঠিক নাকি ভুল, আমি এই জন্য তোমাকে শাস্তি দেই নি, আমি তোমাকে শাস্তি দিয়েছি তুমি মূর্খের সাথে কেন তর্ক করতে গেলে।


আপনি এই গল্পটি থেকে কি শিক্ষা পেয়েছেন? আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে তর্কে লিপ্ত হওয়ার আগে, আপনি কার সাথে তর্কে লিপ্ত হচ্ছেন সেটি বিবেচনা করা উচিত। কারণ মূর্খের সাথে তর্কে লিপ্ত হওয়া মানে আপনি তার থেকেও অতি মূর্খ।

Previous Post
Next Post