এখন থেকে আপনিও চাইলে বিকাশ এর মাধ্যমে ২০ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন কোনো প্রকার জামানত ছাড়াই | Digital Nano Loan On Bkash Apps

এখন থেকে আপনিও চাইলে বিকাশ এর মাধ্যমে ২০ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন কোনো প্রকার জামানত ছাড়াই | Digital Nano Loan On Bkash Apps

এখন থেকে আপনিও চাইলে বিকাশ এর মাধ্যমে ২০ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন কোনো প্রকার জামানত ছাড়াই।


বাংলাদেশে এই প্রথম চালু হলো ডিজিটাল ক্ষুদ্র লোন সেবা। লোন নেওয়ার জন্য গ্রাহক ঘরে বসেই একটি নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এই লোন নিতে পারবেন। গ্রাহক প্রতি সর্বোনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবে। 

গত বুধবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক এবং বিকাশ এর যৌথ উদ্যোগে "ডিজিটাল ন্যানো লোন" নামে এই সেবার উদ্বোধন করেন "তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী 'জুনায়েদ আহমেদ পলক'"। 

এই অনুষ্ঠানে বিকাশ এবং সিটি ব্যাংকের কর্মকর্তারা বলেন, এতোদিন বিভিন্ন গ্রামের মানুষ এবং শহরের মানুষ চড়া সুদে ঋণ নিতে ছুটে যেতেন বিভিন্ন মহাজনের কাছে কিংবা বিভিন্ন এনজিওর কাছে। এই ধরনের ডিজিটাল লোন এর লেনদেনটি চালু হলে পাল্টে যাবে সেই চিত্র। 

গ্রাহকদের এখন আর এনজিও থেকে ২৫ শতাংশ সুদে বা বিভিন্ন মহাজনের কাছ থেকে আরও চড়া সুদে ঋণ নিতে হবে না। নতুন এই পদ্ধতিতে ঋণের জন্য আবেদন করার সময় কোন প্রকার নতিপত্র কিংবা সার্টিফিকেট এর প্রয়োজন হবে না, আর কোনো জামানতও লাগবে না। 

লোন নেওয়ার জন্য গ্রাহকের অবশ্যই একটি বিকাশ একাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্ট নাম্বার থেকে বিকাশ অ্যাপে লগইন করে বিকাশ অ্যাপের মধ্যে লোন আইকনে ক্লিক করতে হবে। তারপর গ্রাহককে KYC তথ্য সিটি ব্যাংকের সাথে শেয়ার করার অনুমতি দিতে হবে। 

এরপর গ্রাহক কত টাকা ঋণ নিতে চান এবং ঋণের মেয়াদ কতদিন হবে সেটা নির্বাচন করতে হবে। তারপর ঋণ নেওয়ার শর্তাবলীতে সম্মতি দিতে হবে। বিকাশের লেনদেন প্রতিবেদন ও ব্যবহারের ধরন দেখে কৃত্রিম বুদ্ধিমত্তায় বলে দেবে গ্রাহক ঋণ পাওয়ার যোগ্য কিনা। ঋণ নেওয়ার জন্য ঋণের আবেদনটি কৃত্রিম বুদ্ধিমত্তায় পর্যালোচনায় উত্তীর্ণ হলে মুহুর্তের মধ্যে টাকা পৌঁছে যাবে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে। 

এখানে মাত্র ৯ শতাংশ সুদে ৫০০ থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে এবং ঋণের মেয়াদ সর্বোচ্চ তিন মাস। এই ঋণের বার্ষিক সুদহার হল ৯ শতাংশ এবং ঋণের মাশুল হবে ঋণের দশমিক ৫ শতাংশ। 2012 সালে প্রথম ডিজিটাল লোন সেবা চালু হয় কেনিয়ায়। 

এরপর তা বরাবরের মতো ছড়িয়ে পড়ে আফ্রিকার বিভিন্ন দেশে। এখন বর্তমানে ছোট অংকের টাকার জন্য এই ডিজিটাল লোন সেবাটি বিভিন্ন দেশে খুব জনপ্রিয়। এখন আপনিও চাইলে লোন পাওয়ার জন্য বিকাশ অ্যাপের মাধ্যমে আবেদন করতে পারেন। সবাইকে ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।


Previous Post
Next Post