ফায়ার ফাইটার ( পুরুষ ) পদে ফায়ার সার্ভিসে এসএসসি পাসেই চাকরির সুযোগ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
২৬৬ জনকে "ফায়ার ফাইটার (পুরুষ)" পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ আগামী ১৩ অক্টোবর ২০২১ইং পর্যন্ত আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানের নাম: Department of Fire Service and Civil Defense.
পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ)।
২৬৬ জনকে "ফায়ার ফাইটার (পুরুষ)" পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ আগামী ১৩ অক্টোবর ২০২১ইং পর্যন্ত আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানের নাম: Department of Fire Service and Civil Defense.
পদের নাম: ফায়ার ফাইটার (পুরুষ)।
পদের সংখ্যা: 266 জন।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান (পাশ)।
উচ্চতা: 5 ফুট 6 ইঞ্চি।
বুকের মাপ: 32 ইঞ্চি।
বয়স: 25 মার্চ 2020 তারিখে 18 থেকে 20 বছর এবং বিশেষ ক্ষেত্রে 32 বছর প্রযোজ্য।
বেতন স্কেল: 9,000 হাজার থেকে 21 হাজার 800 টাকা।
আবেদন করার নিয়ম:
আগ্রহী প্রার্থীগণ fscd.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে সকলে আবেদন করতে পারবেন।
আবেদনের সঙ্গে 300x300 সাইজের ছবি যুক্ত করতে হবে এবং আবেদনের সঙ্গে আরো 300x80 সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করে দিতে হবে।
আবেদনের ফি: টেলিটক ( প্রিপেইড ) সিম থেকে ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে অবস্যই পাঠাতে হবে ( এই টাকা অফেরতযোগ্য)।
আবেদন করার শেষ সময়: আগামী 13 অক্টোবর 2021 তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন প্রার্থীগণরা আবেদন করতে পারবেন।
নিউজ কালেক্ট: somoynews.tv