মোবাইলের ব্যাটারি ভালো রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস

মোবাইলের ব্যাটারি ভালো রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস ibrahimhossain.com

মোবাইলের ব্যাটারি ভালো রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস।

আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব যে কথাগুলো আপনার মোবাইল চার্জ করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে। 

আপনারা যদি সঠিক নিয়ম না মেনে আপনাদের ফোনটি চার্জ করেন তাহলে, আপনাদের ফোনের ব্যাটারি এবং মোবাইল উভয়েরই বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাই মোবাইল চার্জ দেওয়ার সময় আপনাকে কয়েকটি দিকে খেয়াল রেখে মোবাইল চার্জ দিতে হবে।

আজকে আমি শেয়ার করব কোন বিষয়গুলো মেনে চললে, আপনার মোবাইলের ব্যাটারি ভালো থাকবে, ব্যাটারি ফুলে যাবে না এবং আপনার মোবাইল ফোনটি দীর্ঘ সময় চার্জ থাকবে।


মোবাইলের ব্যাটারি ভালো রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস ibrahimhossain.com

মোবাইলের অরিজিনাল চার্জার ইউজ করুন

আমরা অনেকেই এই ভুলটি করে থাকি, আমাদের মোবাইল ফোনের সাথে যে অরিজিনাল চার্জার টা দেওয়া হয় ওই চার্জার থেকে আমাদের ফোনটি চার্জ না দিয়ে, আমরা যেকোনো অন্য কারো ফোনের চার্জার থেকে আমাদের ফোনটি চার্জ করি। 

এতে করে মোবাইলের ব্যাটারি বা মোবাইল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি এরকম ভুল করে থাকেন তাহলে ভবিষ্যতে আর এরকম ভুল করার চেষ্টা করবেন না।

আবার কোন স্থানে গিয়ে যদি ইমারজেন্সি চার্জ দেওয়ার জন্য আপনার চার্জার এর প্রয়োজন হয় তাহলে আপনার ফোনের যে মডেল ওই মডেলের চার্জার ব্যবহার করুন বা আপনার মোবাইলটি যে কোম্পানির ওই একই কোম্পানির চার্জার ব্যবহার করুন। এতে করে আপনার মোবাইলের ব্যাটারি নষ্ট হওয়ার চান্স থাকবে না।

মোবাইলের ব্যাটারি ভালো রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস ibrahimhossain.com

মোবাইল চার্জ দেওয়ার পারফেক্ট সময়

আপনার মোবাইলটি ব্যবহার করার পরে যখন ব্যাটারি চার্জ 20% এর নিচে নামার আগে আপনাকে মোবাইলটি চার্জ দিতে হবে। কেননা মোবাইলের চার্জ যে সময় 20% এর নিচে নেমে যায় তখন মোবাইলে অতিরিক্ত লোড নেওয়া শুরু করে। এর ফলে দেখবেন যে আপনাদের মোবাইলের চার্জ যখন ২০% এর নিচে নেমে যায় তখন ফোনটি গরম হয়ে যায়।

এইজন্য আপনাকে সঠিক সময়ের মধ্যে মোবাইলটি চার্জে বসাতে হবে যখন 20% এর নিচে নেমে যাবে তখন আর আপনি মোবাইলটি ব্যবহার করবেন না।

আপনাকে আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, মোবাইলে ফুল চার্জ না হওয়া পর্যন্ত আপনি মোবাইলটি চার্জ  থেকে খুলবেন না। মোবাইলে যখন 100% চার্জ হয়ে যাবে, তখন আপনি আপনার মোবাইলটি চার্জার থেকে ডিসকানেক্ট করে ফেলুন।

চার্জ দেওয়া অবস্থায় মোবাইল ব্যবহার করবেন না

আপনি কি জানেন, আমরা আমাদের নিজেদের ভুলের কারণে, আমাদের মোবাইলের ব্যাটারি নষ্ট করে ফেলছি। আপনি অনেক সময় দেখে থাকবেন অথবা আপনার সাথে ঘটে থাকবে, 

এরকম বিষয়গুলো হলো যে মোবাইলে বেশিক্ষণ চার্জ থাকে না, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, মোবাইল হ্যাং করে। এর অন্যতম কারণ হচ্ছে মোবাইল ফোন চার্জে দিয়ে ব্যবহার করা।

আপনারা এরকম ভুল গুলো করা থেকে বিরত থাকুন। কেননা আপনারা যখন মোবাইল ফোন চার্জে দিয়ে ব্যবহার করেন, তখন দেখবেন মোবাইল ফোনটি অতিরিক্ত লোড নেওয়ার কারণে ফোনটি গরম হয়ে যায় আর এই গরম হওয়ার কারনে, 

আপনার মোবাইলের ব্যাটারির মধ্যে অতিরিক্ত প্রেসার পরে, যার কারণে আপনার মোবাইলের ব্যাটারিটি ফুলে যায় বা নষ্ট হয়ে যায়। তাই আপনারা চার্জে দিয়ে মোবাইল ফোন ইউজ করা থেকে বিরত থাকুন।

সারারাত মোবাইল চার্জে লাগিয়ে রাখা থেকে বিরত থাকুন

আমরা অনেকেই এই ভুলটি করে থাকি, আমরা অনেকক্ষণ ধরে মোবাইল ইউজ করার পরে, যখন মোবাইলে চার্জ একদম কমে যায় তখন আমরা ফোনটি চার্জে লাগিয়ে ঘুমিয়ে পড়ি। 

এমতাবস্থায় মোবাইল ফোনটি সারারাত চার্জে পড়ে থাকে। এই জিনিসটি আপনার ফোনের জন্য অনেক খারাপ একটি ইফেক্ট ফেলতে পারে।

তবে এখন আধুনিক যুগে মোবাইল কোম্পানিগুলো এমন ভাবে মোবাইল ফোন গুলো তৈরি করছে যাতে মোবাইল ফোন সারারাত চার্জে লাগিয়ে রাখলেও মোবাইল এবং ব্যাটারির কোন ক্ষতিকর ইফেক্ট পড়বে না। 

তবে সব মোবাইলের ক্ষেত্রে কিন্তু একই ভূমিকা পালন করে না, এজন্য আপনাকেই সতর্ক থাকতে হবে। এইজন্য আপনার মোবাইল ফোনটি আপনি ঘুমানোর আগে ফুল চার্জ করে ঘুমাবেন। 

নয়তো বা সকালে উঠে ফুল চার্জ করবেন। এক কথায় বলতে গেলে সারারাত আপনি ফোন চার্জ দেওয়া থেকে অবস্যই বিরত থাকবেন।

মোবাইলের ব্যাটারি ভালো রাখার কিছু গুরুত্বপূর্ণ টিপস ibrahimhossain.com

সস্তা পাওয়ার ব্যাংক অথবা আইপিএস দিয়ে চার্জ দেওয়া থেকে বিরত থাকুন

আপনার কাছে আপনার মোবাইল ফোনটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ আপনার মোবাইলের ব্যাটারি। কারণ আপনার মোবাইলের ব্যাটারি যদি ভালো না থাকে বা মোবাইলের ব্যাটারি তে যদি চার্জ বেশিক্ষন না থাকে, 

তাহলে আপনার কাছে মোবাইলটি ব্যবহার করতে একদমি ভালো লাগবে না। আপনি যখন সস্তা কোন পাওয়ার ব্যাংক বা আইপিএস দিয়ে আপনার ফোনটি চার্জ করেন তখন আপনার ফোনের মধ্যে আপনার কোম্পানির দেওয়া চার্জার এর মত সঠিক বিদ্যুৎ সাপ্লাই করতে পারেনা। 

এরফলে আপনার ফোনর ব্যাটারিতে অতিরিক্ত প্রেশার পড়ে, যার ফলে মোবাইলের ব্যাটারির আয়ু কমে যায় এবং ব্যাটারি ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে।

আপনি যদি উপরের টিপস গুলো ফলো করেন তাহলে আশা করি আপনার ফোন এবং ফোনের ব্যাটারি উভয় ভালো থাকবে।

Previous Post
Next Post