আপনার মোবাইল ফোনের জন্য এই গোপন কোড গুলোর ব্যবহার জেনে নিন।

আপনার মোবাইল ফোনের জন্য এই গোপন কোড গুলোর ব্যবহার জেনে নিন। ibrahimhossain.com

আপনার মোবাইল ফোনের জন্য এই গোপন কোড গুলোর ব্যবহার জেনে নিন

আমরা এক সময় মোবাইল ফোনকে কথা বলার পাশাপাশি নিছক প্রযুক্তি হিসেবে ধরে নিতাম। আর এখন মোবাইল ফোন আর আগের মত শুধু কথা বলার জন্য না এখন মানুষের নিত্য প্রয়োজনীয় একটি উপকরণ হিসেবে কাজ করছে।

"নিউইয়র্ক টাইমস" নামে এক প্রতিবেদনে প্রকাশ করেছে মোবাইল ফোন ধনী ব্যক্তিদের কাছে যতটা না প্রয়োজনীয় তার চেয়েও বেশি প্রয়োজনীয় একটি উন্নয়নশীল দেশের মানুষের কাছে।

কিন্তু সত্যি কথা বলতে গেলে, আমাদের মধ্যে খুব কম মানুষই আছে যে মোবাইল ফোনের খুঁটিনাটি বিষয়বস্তু গুলো জানে। আমরা যে মোবাইল ফোন দিয়ে কথা বলি, আমাদের এই বেতার আলাপনীতিতে রয়েছে কিছু গোপন কোড যা নিয়ে আমরা কখনোই চিন্তা করিনা।

চলুন তাহলে আমরা জেনে নিই মোবাইল ফোনের কিছু গুরুত্বপূর্ন কোড সম্পর্কে। যেসব কোড গুলো আমাদের দৈনন্দিন সময়ে কাজে আসবে।


১। ফ্যাক্টরি রিসেটঃ

আমাদের মধ্যে অনেকেই আছে যারা মোবাইল ফোনের সেটিং এ ঢুকে ফ্যাক্টরি রিসেট করতে পারেন না। "তাদের জন্য *#*#7780#*#* এই কোডটি ডায়াল করে খুব সহজে আপনার মোবাইলের ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। আপনি মোবাইল যখন নতুন কিনেছিলেন যে রকম সেটিং পেয়েছিলেন, সেম একই সেটিং পুনরায় পাবেন। এই কোডটি শুধু এন্ড্রয়েড ফোনের জন্য কাজ করবে।


২। আইএমইআই কোড জানতেঃ

আমাদের মধ্যে অনেকেই আছে এই কোডটি জানেন, আমি এই কোডটি এখানে দেওয়ার কারণ হচ্ছে যারা জানেনা তারা নতুন করে জানতে পারবে। আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে *#06# এই কোডটি ডায়াল করার পরে আপনার মোবাইলের আইএমইআই কোড এর তথ্য পেয়ে যাবেন। পরবর্তীতে আইএমইআই কোডটি আপনার মোবাইল থেকে মেসেজ পাঠিয়ে জানতে পারবেন আপনার ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। এটিও শুধু এন্ড্রয়েড ফোনের জন্য প্রযোজ্য।


৩। মোবাইলের বিস্তারিত তথ্য জানতেঃ

আমাদের মোবাইলে থাকা ওয়াইফাই সিগন্যাল ও ব্যাটারির তথ্য এবং বিভিন্ন মোবাইল ইনফরমেশন পেতে ডায়াল অপশনে গিয়ে *#*#4636#*#* এই কোডটি ডায়াল করুন। এটা শুধু অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য প্রযোজ্য।


৪। আউটগোয়িং কল গোপন করুন

#31# আপনি এই কোডটি ডায়াল করলে আপনার যেকোন আউটগোয়িং কল গোপন থাকবে। আপনি যাকে ফোন করুন না কেন সে আপনার নাম্বার দেখতে পাবে না এই কোডটি ডায়াল করার পরে। এক কথায় বলতে গেলে আপনার নাম্বারটি হাইড করা থাকবে। এই কোডটি শুধুমাত্র আইফোন ইউজাররাই করতে পারবে। যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তাদের জন্য হল " #31# Phone Numbers "


৫। আউটগোয়িং কল ব্লক করুন

*33*# এই কোডটি আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করলে আপনার মোবাইলের সকল আউটগোয়িং কল ব্লক হয়ে যাবে। ভালোভাবে বলতে গেলে আপনার মোবাইলে অন্য কেউ কল দিলে আসবে কেয়ার আপনি কল দিলে যাবে না। এটা পুনরায় চালু করতে #33*Pin# এটি ডায়াল করুন। এই কোডটি শুধু আইফোন এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।


৬। কমিউনিকেশন ঠিক করুন

আপনার মোবাইলের কমিউনিকেশন যদি খুব খারাপ হয় তাহলে এখনি *3370# এই কোডটি ডায়াল করলে আপনার কমিউনিকেশনে সাহায্য করবে। আপনার মোবাইলের ডায়াল প্যাড থেকে যখন এই কোডটি ডায়াল করবেন তখন আপনার মোবাইলে কোডিং ব্যবস্থা সক্রিয় করে দেয়। যার ফলে আপনার ফোনের কমিউনিকেশন ক্ষমতা বেড়ে যায়। এই কোডটি শুধুমাত্র আইফোন ইউজারদের জন্য প্রযোজ্য।

Previous Post
Next Post