ছোটলোক চেনার সহজ উপায় কি?

ছোটলোক চেনার সহজ উপায় ibrahimhossain.com

ছোটলোক চেনার সহজ উপায় কি?

ছোটলোক চেনার আগে ছোট্ট একটা গল্প বলি, একদিন এক ধনী লোক তার ঘরের খাটের নিচে অনেক গুলো হীরার টুকরা রাখে, সেখান থেকে একটি ইঁদুর একটা হীরার টুকরা ভুল করে গিলে ফেলে।

ইঁদুরটি তার হীরের টুকরোটা গিলে ফেলার কারণে তার রাতে ঘুম হয়না। সে সারারাত ধরে চিন্তা করতে লাগলো, সে ইঁদুরটাকে মেরে তার পেট থেকে হীরের টুকরো বের করবে।

এরপর ধনী লোকটি সকাল হতেই ইঁদুর শিকারীর খোঁজে বেরিয়ে পড়লেন। সে এক লোককে পেল যে ইঁদুর শিকার করে, ধনী লোকটি তাকে বললো আপনি যদি ইঁদুরটিকে মেরে তার পেট থেকে আমার হিরের টুকরাটা উদ্ধার করে দিতে পারেন, তাহলে আপনাকে আমি আপনার পরিশ্রমের ন্যায্য মূল্য দেব, এই বলে ধনী লোকটি ইঁদুর শিকারিকে তার বাড়িতে নিয়ে গেলো।

শিকারি যখন ইদুর মারার জন্য ইদুরের বাসস্থানে গিয়ে পৌঁছায়, সে তখন দেখে সেখানে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে গায়ে গা লাগিয়ে চিৎ হয়ে শুয়ে আছে কেউ বা আবার বসে আছে। শিকারি আর একটা ইঁদুরকে দেখল, সেই ইঁদুরটা একা এক জায়গায় চিৎ হয়ে শুয়ে আছে।

শিকারি ওই একা থাকা ইঁদুরটিকে তাক করে ধরে তার পেট চিরে হিরা বের করে হীরের মালিকের কাছে বুঝিয়ে দেয়। শিকারি তার নিজের পারিশ্রমিক বুঝে নেওয়ার পরে যখন সে সেখান থেকে চলে যাবে তখন সেই ধনী লোকটি তাকে জিজ্ঞাসা করল, ভাই এতগুলো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝতে পারলে যে ওই ইঁদুরটাই হেরে গিলেছে এবং ওর পেটেই হিরা আছে?

শিকারি তখন ধনী লোকটিকে বলল এটাতো অনেক সহজ! মূর্খ যখন হঠাৎ করে বিত্তবান হয়ে যায়, তখন সে তার নিজের লোকদের ভুলে যায় এবং সে তার নিজের লোকদের থেকে মেলামেশা বন্ধ করে আলাদা থাকে। সে তখন নিজেকে  সাধারণ লোকদের থেকে আলাদা ভাবতে শুরু করে। এই জন্যই আমি খুব সহজেই ইঁদুরটিকে খুঁজে বের করতে পেরেছে। শিকারির কথায় ধনী ব্যক্তিটি অনেক অবাক হয়ে যায়।

বর্তমান সমাজে এমন অনেক মানুষ আছে, যাদের আচরণ পরিলক্ষিত হয় যা তার যোগ্যতার চেয়ে যখন সে অনেক বেশি পেয়ে যায়, এরাই হলো প্রকৃত ছোটলোক।

Previous Post
Next Post