টেলিটক নাম্বার, মিনিট, এম-বি, টাকা দেখার নিয়ম ২০২২ - Teletalk Number, Minutes, MB, TK Check 2022

টেলিটক নাম্বার, মিনিট, এম-বি, টাকা দেখার নিয়ম ২০২২ - Teletalk Number, Minutes,MB,TK Check 2022


টেলিটক নাম্বার, মিনিট, এম-বি, টাকা দেখার নিয়ম ২০২২ - Teletalk Number, Minutes, MB, TK Check 2022


টেলিটক হচ্ছে বাংলাদেশের নিজস্ব সিম কোম্পানি। এই সিম টি প্রথম দিকে মানে ২০১৩ -১৪  সালে শুধু মাত্র যারা এ প্লাস ( A+) পাওয়া ছাত্র-ছাত্রীদের বরাদ্দ ছিলো। তার পরবর্তি কালে সকল স্টূডেন্টদের জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে সবাই কে দেওয়া হয়।


২০২০ সালের পর থেকে সবার জন্য উন্মুক্ত করে দেয় বাংলদেশ সরকার।  আজ আপনাদের সাথে শেয়ার করবো ২০২২ সালে কিভাবে টেলিটকের নাম্বার চেক ব্যালেস চেক এমন কি কিভাবে ইন্টারনেট মেগাবাইট আছে কি না তা চেক করবেন।


টেলিটক সিমে ব্যাবহারের সুবিধাঃ 

টেলিটক সিমের সুবিধা হলো এটি সরকারি সিম হবার কারনে এই সিম দিয়ে কথা বলার রেট সব চেয়ে কম। প্রতি মিনিটে এই সিমের কল চার্জ মাত্র ৪০ পয়সা। যে কোনো সময়ে যে কোনো মুহুর্তে। 


আর রিচার্জের সময় তো পাচ্ছেন বোনাস হিসাবে মিনিট এমবি সাথে ব্যালেস এ টাকাও । টেলিটক সিম যে সব সুবিধা পাবেন তা অন্য কোন সিম কোম্পানির সিমে পাবেন না । তাই টেলিটক সিম ব্যাবহার করে আপনি লাভবান হতে পারবেন।


টেলিটক সিম ব্যাবহারে অসুবিধাঃ

টেলিটক সিম ব্যাবহারের যেমন আপনি সুবিধা পাবেন তেমনি এর কিছু অসুবিধাও রয়েছে। এমনও অঞ্চল বা এলাকা আছে যেখানে আপনি টেলিটক সিমের রিচার্জ পাবেন না । 


আর যদি পেয়ে যান সব এলাকায় বা গ্রামঞ্চলে আপনি এর ৩জি নেটওয়ার্কও পাবেন না। তবে হ্যা কথা বলার দিক দিয়ে টেলিটক খুব ভালো একটা সিম বলা চলে।


টেলিটক নাম্বার চেক করবেন কিভাবেঃ

টেলিটক নাম্বার চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে।নাম্বার চেক কোডঃ ডায়াল  *৫৫১# অথবা *551# অনেকেরই এই কোড ডায়াল করে চেক করতে পারেন না বা কাজ করেনা তাদের জন্য শুধু মাত্র P লিখে মেসেজ সেন্ড করুন ১৫৪ নাম্বারে ফিরতি মেসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার নাম্বার এবং আপনি কোন প্যাকেজ ব্যাবহার করছেন।


ব্যালেস চেক করার কোডঃ

টেলিটক সিমের  এমবি চেক করতে ডায়াল করতে হবে *152#  অথবা *111# এবং মিনিট চেক করতে ডায়াল করতে হবে *১৫২ #


টেলিটক সিমের সকল ধরনের অফার চেক করতে ডায়াল করতে হবে *111#  ।


টেলিটক সিমের কাস্টোমার কেয়ার নাম্বার হচ্ছে ১২১ এবং যেকোন অপেরেটোর থেকে কল ০১৫৫-০১৫৭৭৫০ থেকে ৬০ ।
Previous Post
Next Post