ধাঁধাঃ দুইজন মহিলা একই রকম শাড়ি পড়ে হেটে যাচ্ছে এক কথায় বলতে হবে তাদের শাড়ির দাম কত এবং তাদের মধ্যে কি সম্পর্ক?
উত্তরঃ দুই সতিন।
ব্যাখ্যাঃ তাদের দুজনের শাড়ির দাম ২০৩ টাকা এবং তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে তারা দুই সতিন। সতীনের মানে হচ্ছে তাদের দুজনের স্বামী একজনই।- ধাঁধাঃ কোন গাছের নামের সাথে শীতের পোশাক আছে?
- ধাঁধাঃ একটা ছেলে এবং একটা মেয়ে উভয়ই পরীক্ষায় A+ পেয়েছে, এখন বলতে হবে এদের মধ্যে কে বেশি বুদ্ধিমান?
- ধাঁধাঃ কোন প্রাণীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে?
- ধাঁধাঃ ভারত এবং বাংলাদেশের বর্ডারের মাঝখানে মুরগি একটি ডিম পেরেছে, এখন ডিমটির প্রকৃত মালিক কে?
- ধাঁধাঃ কোন জিনিস ব্যবহার করার আগে ভাঙতে হয়?
- ধাঁধাঃ কোন জিনিস শব্দ না করে ভাঙ্গা যায়?
- ধাঁধাঃ আমার চারটা পা আছে, তবুও আমি হাঁটতে পারি না। এই প্রশ্নটা আসলে কার?
- ধাঁধাঃ স্বাস্থ্য, সম্পদ, সময় এবং সুখ একসাথে সবগুলো কোথায় পাবো?
- ধাঁধাঃ বিবাদেও থাকে মান, কি পাখির ভাই, প্রাণ নিয়ে ওরে তবু তার প্রাণ নাই। বলতে হবে কিসের কথা বলছি?