'বিসমিল্লাহির রাহমানির রাহিম'
“আল্লাহ তা-আলার” উপর ঈমান
রাসূলুল্লাহ (সা.) এরশাদ করেন, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত।
প্রথম আল্লাহ ব্যতীত কোন মা'বুদ নেই এবং মুহাম্মদ (সা.) আল্লাহর রাসূল-এ কথার স্বীকৃতি বা এর ঘোষণা দেওয়া।
দ্বিতীয় নামাজ কায়েম করা।
তৃতীয়-যাকত দেওয়া।
চতুর্থ হজ্জ করা যদি সামর্থ্য থাকে।
পঞ্চম-রমযানের রোযা রাখা। (বোখারী, মুসলিম)
প্রথম নম্বর হচ্ছে ঈমান। একজন মুসলমানের জন্য সর্বপ্রথম দায়িত্ব হল আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। যাহা কতগুলি কালিমার মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
সর্বপ্রথম হচ্ছেঃ
পুরুষের দায়েমী ফরয কয়টি?
৩টি যথা:
(১) সর্বদা ঈমান আমলে জুড়িয়া থাকা।
(২) নাভীর উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকিয়া রাখা।
(৩) নিজের পরিবারকে পর্দায় রাখা।
পুরুষের দায়েমী সুন্নত কয়টি?
১০টি যথা:
(১) মাথায় টুপি রাখা।
(২) মাথার চুল তিন নিয়মে রাখা।
যথাঃ (ক) মাথা মুণ্ডন করা।
(খ) সমস্ত মাথার চুল এক নিয়মে কাটা।
(গ) ভাবরি রাখা কানের লতি পর্যন্ত।
(৩) মোচ ঠোঁটের সাথে মিশিয়ে কাটা।
(৪) মেসওয়াক করা।
(৫) দাঁড়ি লম্বা রাখা।
(৬) সুন্নত তরিকায় লম্বা জামা পরিধান করা।
(৭) হাত পায়ের নখ কাটা।
(৮) নাভির নীচে ও বগলের লোম চল্লিশ দিনের আগে পরিষ্কার করা।
(৯) ঢিলা কুলুপ ব্যবহার করা।
নারীদের দায়েমী ফরয কয়টি?
৫টি যথাঃ
(১) সর্বদা ঈমানের সহিত থাকা।
(২) পর্দায় থাকা।
(৩) সর্বাঙ্গ ঢাকিয়া রাখা।
(৪) স্বামীর কথা মানিয়া চলা।
(৫) ছোট শব্দে কথা বলা।
নারীদের দায়েমী সুন্নত কয়টি?
৭টি যথাঃ
(১) মাথার চুল লম্বা রাখা।
(২) চুল সুন্দর রাখা।
(৩) মেসওয়াক করা।
(৪) হাত পায়ের নখ কাটা।
(৫) নাভির নিচের লোম পরিষ্কার করা।
(৬) ডিলা ব্যবহার করা।
(৭) হায়েজ নেফাসে পট্টি ব্যবহার করা।
