ব্যথানাশক কয়েকটি প্রাকৃতিক খাবার।
দাঁতের ব্যথায়
দাতের ব্যাথায় করনীয় কি? দাঁতের ব্যথায় আপনি লবঙ্গ খেতে পারেন। এটি আপনার দাঁতের ব্যথা অনেকাংশে কমিয়ে দেবে।
কানের ব্যথায়
কানের ব্যথায় করণীয় কি? আপনি কানের ব্যাথার জন্য রসুন খেতে পারেন। এটি কানের ব্যথা প্রতিরোধ করার জন্য অনেক কার্যকরী।
বুকের ব্যথায়
বুকের ব্যথায় করণীয় কি? বুকের ব্যথার জন্য "অ্যাপেল সিডার ভিনেগার" ব্যবহার করতে পারেন, এটি অনেক উপকারী।
পুরনো ব্যথায়
শরীরে কোন পুরনো ব্যথা থাকলে করণীয় কি? আপনার শরীরে যদি কোনো পুরোনো ব্যথা থাকে, তাহলে আপনি হলুদ ব্যবহার করতে পারেন। হলুদের মধ্যে এমন কয়েকটি রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে যা আপনার শরীরে পুরনো ব্যথা প্রতিরোধ করতে পারে।
পেশীর ব্যথা
শরীরে মাংসপেশির ব্যথা প্রতিরোধের জন্য করনীয় কি ? পেশীর ব্যথায় আপনি পুদিনা পাতা খেতে পারেন এটি পেশীর ব্যথা অনেকাংশে কমিয়ে দেবে।
জয়েন্ট ও হাঁটুর ব্যথায়
জয়েন্ট ও হাঁটুর ব্যথায় করণীয় কি? আপনার যদি জয়েন্ট বা হাঁটুর ব্যথা থাকে তাহলে, এটি প্রতিরোধ করার জন্য আপনি চেরি ফল খেতে পারেন। এটি আপনার জয়েন্ট ও হাঁটুর ব্যথা প্রতিরোধ করার অনেক ক্ষমতা রাখে।
আঘাতের ব্যথা
আপনি এইমাত্র আপনার শরীরে যদি কোনো আঘাত পান তাহলে সেক্ষেত্রে আপনি পানি খেতে পারেন। পানি আপনার জন্য খুবই কার্যকরী আপনার ব্যথা কমানোর জন্য।
পেট ফাঁপা ও ব্যথায়
আপনার পেট ফাঁপা ও ব্যথায় করণীয় কি? আপনার কাছে যদি পেট ফাঁপা ও ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে আপনি আনারস খেতে পারেন। আনারস খেলে আপনার পেট ফাঁপা বা ব্যথা অনেকাংশে ভালো হয়ে যাবে।
মূত্রনালীর ইনফেকশনে
মূত্রনালীতে যদি কোনো ইনফেকশন হয় তাহলে করনীয় কি? এক্ষেত্রে আপনি কালোজাম খেতে পারেন। এটা মূত্রনালীর যে কোনো ইনফেকশন দূর করার ক্ষমতা রাখে।
সাইনাসের ব্যথায়
সাইনাসের ব্যথায় করণীয় কি? আপনি যদি আপনার শরীরে সাইনাসের ব্যথা অনুভব করেন, সেক্ষেত্রে আপনি সজনে খেতে পারেন। এটি শরীরের জন্য খুবই কার্যকরী একটি ফল। আপনাদের মধ্যে অনেকেই হয়তো সজনে নামটি প্রথম শুনেছেন। এটি হচ্ছে একটি গাছের ফল, আমরা যেটাকে সজনে গাছ বলি সেই গাছের একটি ফল।