আপনার মোবাইলে যেকোনো অপরিচিত নম্বর থেকে কল আসলে তার ছবি এবং নাম বের করুন

আপনার মোবাইলে যেকোনো অপরিচিত নম্বর থেকে কল আসলে তার ছবি এবং নাম বের করুন। ibrahimhossain.com

আপনার মোবাইলে যেকোনো অপরিচিত নম্বর থেকে কল আসলে তার ছবি এবং নাম বের করুন।

অপরিচিত নাম্বার থেকে কোন কল বা মেসেজ আসলে সেই ব্যবহারকারীর নাম এবং ছবি বের করা যায়। এজন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে।

এটি করার জন্য "TrueCaller" নামে একটি অ্যাপস লাগবে। এটি আপনি গুগল প্লে-স্টোরে পেয়ে যাবেন। আপনাকে প্লে-স্টোরে গিয়ে প্রথমে এই অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে।

এরপর অ্যাপটি ওপেন করে আপনার যে কোন একটি নাম্বার দিয়ে এটি লগইন করুন অথবা আপনার গুগোল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারেন। এরপর সব ধরনের এক্সেস আপনি এলাও করে দিন।

এবার যে কোনো অপরিচিত নাম্বার থেকে কল আসলে, সেই কলদাতার নাম এবং ছবি সহ আপনার ফোনে ভেসে উঠবে। তবে এখানে একটি শর্ত রয়েছে, আপনাকে যে নম্বর থেকে কল করা হবে ওই নাম্বারটি যার নামে রেজিস্ট্রেশন করা শুধু তার নামই ভেসে উঠবে।

যে নাম্বার থেকে আপনার ফোনে কল আসবে ওই নম্বরে যদি কোন ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলেও তার ছবি এবং ফেসবুকে যে নাম দেওয়া থাকবে ওই নামটি শো করবে। এর মাধ্যমে আপনি খুব সহজেই বের করে ফেলতে পারবেন, আপনাকে আপনার পরিচিত কেউ অযথা ফোন দিয়ে বিরক্ত করছে কিনা?

আপনাকে যদি কেউ অতিরিক্ত কল করে বিরক্ত করে তাহলে তাকে আপনি এই অ্যাপসটির মাধ্যমে ফ্রিতে ব্লক করে রাখতে পারবেন। সে হাজারো চেষ্টা করলে আর ওই নম্বর থেকে আপনাকে কল করতে পারবে না।


আপনি আবার এই অ্যাপসটি ছাড়াও আপনাকে যদি কেউ অপরিচিত নম্বর থেকে বিরক্ত করে তাহলে তাকে কিভাবে বের করবেন?

এটিও আপনি করতে পারবেন এজন্য আপনাকে যে নম্বর থেকে বারবার কল দিয়ে বিরক্ত করা হচ্ছে প্রথমে ওই নাম্বারটি কপি করবেন, এরপর সেই নম্বরটি আপনি ফেসবুকে গিয়ে সার্চ করবেন। এই নম্বরে যদি তার কোনো ফেসবুক একাউন্ট থাকে তাহলে সে একাউন্ট চলে আসবে এবং সেই একাউন্টের মাধ্যমে আপনি তার ডিটেলস পেয়ে যাবেন।


আপনি যদি ফেসবুকে সার্চ করার পরে তার নাম্বারটি সাথে কোন অ্যাকাউন্ট না পান তাহলে কি করবেন?

তাহলে আপনি সেম ভাবে নাম্বারটি কপি করে ইমুতে গিয়ে সার্চ করবেন, তার নাম্বরে হয়তোবা ফেসবুক খোলা না থাকলেও ইমু খোলা থাকতে পারে। এভাবে আপনার সোশ্যাল যে কয়টি সাইট আছে এগুলোতে ট্রাই করতে পারেন। এভাবেও আপনি সেই ব্যক্তির সকল ইনফরমেশন বের করতে পারেন।

আমাদের কাছে "TrueCaller" এর মত Alternative অন্য আরেকটি অ্যাপস আছে যার নাম হচ্ছে "LineWhosCall" এই অ্যাপসটিও প্রায় "TrueCaller" অ্যাপস এর মতই। যে কোন অচেনা ফোন দাতা রেজিস্ট্যান্ট নাম ও অন্যান্য যেকোন তথ্য তার মোবাইলে লোকেশন যদি অন করা থাকে তাহলে তার ঠিকানা সহ বের করে দিবে। এই অ্যাপটিও আপনি গুগল প্লে-স্টোরে পেয়ে যাবেন।

Previous Post
Next Post