মরিচা পড়া লোহায় হাত অথবা পা কেটে গেলে কি টিটেনাস ইনজেকশন দিতে হয়?



মরিচা পড়া লোহায় হাত অথবা পা কেটে গেলে কি টিটেনাস ইনজেকশন দিতে হয়?

মরিচা পড়া লোহায় হাত অথবা পা কেটে গেলে কি টিটেনাস ইনজেকশন দিতে হয়?


মরিচা পড়া লোহায়, মরিচার সাথে আরও বিভিন্ন ধরনের Bacteria বা জীবাণু থাকতে পারে। এই সমস্ত Bacteria বা জীবাণু গুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর বটে।

এক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে ( Clostridium Tetani ) যা সাধারণভাবে মাটি কিংবা ময়লা আবর্জনা ও নোংরা স্থানে পাওয়া যায়। এই সমস্ত ব্যাকটেরিয়ার স্পোর যখন তীক্ষ্ণ পেরেক বা মরিচা পড়া লোহা জাতীয় জীবাণু বাহিত যে কোন বস্তুর দ্বারা শরীরের চামড়া ভেদ করে মাংস পেশিতে প্রবেশ করে সেগুলো বংশ বিস্তারের মাধ্যমে একপ্রকার টক্সিন ( Tetanospasmin )তৈরি হয়। এই ধরনের টক্সিন মানবদেহের মোটর নিউরনে আক্রমণ করে যা মাংস পেশি সঞ্চালন নিয়ন্ত্রণ করে।

সংক্রমণ যখন অতিরিক্ত বৃদ্ধি পায় তখন বেশি খিঁচুনি ক্রমশ চোয়ালেও পরিলক্ষিত হয়, ফলে এই রোগের একটি সাধারণ নাম হিসেবে দাঁতকপার্টি দেওয়া হয়। এই রোগের আরও বিভিন্ন ধরনের লক্ষণ রয়েছে তার মধ্যে কয়েকটি লক্ষণ হলো,  

শরীরের মাংস পেশিতে অনমনীয়তা, বিভিন্ন খাবার গিলে খেতে অসুবিধা এবং দেহের অন্যান্য অংশে খিঁচুনির মতো সমস্যা দেখা দেওয়া, শরীরের পেছনদিকে মাংসপেশিগুলো সংকুচিত হয় বলে পুরো শরীর ধনুকের মত বেঁকে যায় এই কারণে এই রোগকে ধনুষ্টংকার  বলা হয়।

উপরের সমস্যা গুলো থেকে বাঁচতে আপনাকে এই টিটেনাস ইনজেকশন টি অবশ্যই দিতে হবে। কেননা যখন মরিচা পড়া লোহা জাতীয় কোন বস্তু দ্বারা আপনার শরীরের কোন অংশ কেটে যায়, 

তখন এই সমস্ত ব্যাকটেরিয়া বা রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য ইনজেকশন টি শরীরে প্রয়োগ করুন। সেক্ষেত্রে এই ইনজেকশনটি আপনার শরীরের রোগ ক্ষমতা রোধ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



Previous Post
Next Post