আমি বাজারে কিছু কিনতে গেলে প্রায়ই ঠকে আসি, একটু চালাক হব কিভাবে?
যারা বাজারে গিয়ে কিছু কিনে ঠকে আসে, তাদেরকে আপনি বোকা বলতে পারবেন না, কেননা আমাদের মধ্যে অনেক চালাক মানুষও আছে যারা বাজারে গিয়ে ঠকে আসে।
এটা কিন্তু আপনার দোষ নয়, যে ঠকায় এটা তার দোষ। কেননা সে জানেনা সে আপনাকে পণ্যের ভেতরে ভেজাল দেয়, এর কারণে তাঁর মৃত্যুর পরে পরকালে কত ভয়ংকর আজাব বা শাস্তি তার জন্য রাখা হয়েছে, সে জানে না।
সেটা যদি সে জানতো তাহলে, সে পণ্যের মধ্যে ভেজাল দেওয়ার আগে অন্তত ১০০ বার ভেবে নিতো। যারা এসব খারাপ অপকর্ম করে তারা এগুলো কিছুই ভাবে না।
অনেক অসাধু ব্যবসায়ী আছে, যারা পন্য ভালো দিলেও ওজনে কম দেয়। আবার অনেকে পন্যও ভালো দেয় এবং ওজনেও ঠিক মতো দেয়, কিন্তু পন্যের দাম অতিরিক্ত নিয়ে যায়। এর থেকে আপনি বুঝতে পারলেন যে, আপনি অসাধু ব্যবসায়ীদের থেকে বিভিন্ন ভাবে ঠকতে পারেন।
আপনি এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, আপনি কিভাবে অসাধু ব্যবসায়ীদের থেকে প্রতারিত হতে পারেন।
এখন মূল কথা হচ্ছে আপনি এসব অসাধু ব্যবসায়ীদের থেকে প্রতারিত হওয়ার হাত থেকে কিভাবে বাঁচবেন?
আজকে আপনাকে কয়েকটি ট্রিক্সস্ বলবো, এগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশাকরি ভবিষ্যতে আর আপনি ঠকবেন না।
১। এক দোকান থেকে আপনার প্রয়োজনীয় সকল বাজার করবেন না। কেননা আপনি প্রথম যে পন্যটি কিনবেন সেটার দাম হয়তো বা আপনার দরদাম করার পরে ৫ টাকা কামাবে, কিন্তু পরবর্তীতে আপনি যে পণ্যগুলো কিনবেন তার দাম কিন্তু আপনার কাছ থেকে বাড়িয়ে নিবে।
২। মাছ কেনার সময় আপনি প্রয়োজনে কিছুক্ষণ দাঁড়িয়ে অন্যরা কত করে কিনছে বা কত টাকা দিয়ে ক্রয় করছে এটা আপনি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেন, তারপরে আপনি ব্যবসায়ীর সাথে দরদাম করে কিনবেন। তাহলে আশা করি আপনি ঠকবেন না।
৩। আপনি এক দোকানে না কিনে প্রয়োজনে কয়েকটি দোকানে সেই পণ্যটির দাম জিজ্ঞেস করুন, তারপরে যেখানে আপনি পণ্যের মান ভাল পাবেন এবং দাম কম পাবেন, সেখান থেকে কিনবেন। আবার দেখেন সস্তা পেয়ে বস্তা ভরবেন না কিন্তু।
৪। বিভিন্ন রাস্তার পাশে লঞ্চঘাটে এবং বাস স্ট্যান্ডে যে কোন ফল কেনার সময় বিক্রেতার হাতের দিকে আপনি নজর রাখবেন। কেননা সে কখন আপনাকে খারাপ ফল দিয়ে দেবে আপনি নিজেও টের পাবেন না কিন্তু পরবর্তীতে আপনি বাড়িতে এসে বুঝতে পারবেন যে আপনি ঠকেছেন। তখন আর আপনি চাইলেও কিছু করতে পারবেন না।
৫। আমরা যারা গ্রামে থাকি, তাদের গ্রামের বাজারে কিছু বিশ্বস্ত দোকান থাকে, যারা সব সময় মানুষের কাছ থেকে দাম কম রাখে।
এর ফলে তাদের দোকানে বিক্রয় বেশি হয় এবং কাস্টমারও অনেক বেশি হয়। আপনার তেমন বিশ্বস্ত বা পরিচিত দোকান থাকলে সেখান থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করুন।
আশা করি তারা আপনাকে ঠকাবে না। আমি এরকম আমার পরিচিত দোকান থেকে কেনার পরে অন্য সব দোকানে যাচাই করে দেখেছি, সেখানে বরং এর থেকে দাম আরো আমার কাছে বেশি চাচ্ছে।
৬। ইলেকট্রনিক্স কোন পণ্য কেনার আগে আপনি অবশ্যই ইন্টারনেট রিচার্জ করে পন্যের রিভিউ বা পণ্যের বিস্তারিত জেনে নিবেন, তারপরে ইলেকট্রনিক্স পণ্য কিনবেন।
আশা করি আপনি যদি এই কয়েকটি আইডিয়া কাজে লাগাতে পারেন তাহলে আপনি ভবিষ্যতে আর ঠকবেন না।
আমাদের পোস্টটি কেমন লেগেছে আমাদেরকে জানাতে ভুলবেন না, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এই পোস্টটি আপনার কতটুকু হেল্পফুল মনে হয়েছে?
আপনি যদি মনে করেন আমাদের এই পোস্ট থেকে আপনি নতুন কিছু জানতে বা শিখতে পেরেছেন তাহলে, এখনি পোস্টটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন।
সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভাল এবং সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ!