নারীদের কি পরিমাণ পর্দা করা ফরয?



নারীদের কি পরিমাণ পর্দা করা ফরয?

প্রশ্নঃ নারীদের কি পরিমাণ পর্দা করা ফরয? 


উত্তরঃ কোরআন মাজীদে বর্ণিত ১৪ জন নারীকে বিবাহ করা হারাম, সূরা নেছা আয়াত-২৩ উল্লেখিত নারীগণ, যাদেরকে বিবাহ করা হারাম তাদের শুধু মুখ মণ্ডল দেখাতে পারবে, ইহা ছাড়াও যৌন কামনা মুক্ত পুরুষ মহিলা নাবালেক সন্তানকেও দেখাতে পারবে।



কুরআন মাজীদের সূরা নূর আয়াত-৩০-৩১ মুমিন নারী পুরুষ উভয়ের জন্য চক্ষু নিম্নগামী করা ফরজ। মুমিন স্ত্রী এমন একটি চাদর পরিধান করবে তার শরীরের অঙ্গ প্রতঙ্গ ও সৌন্দর্য ঢেকে যাবে। বর্তমানে যে বোরখার মাধ্যমে মাথা, মুখ মন্ডল, নিচে, সাইডে, ডানে, বামে ফাঁড়া থাকে তা পরা জায়েজ নেই।



স্বামী-স্ত্রীর এমন কি কথা যা অন্যের কাছে বলা হারাম?

নারীদের কি পরিমাণ পর্দা করা ফরয?

হাদিস মোতাবেক মুসলমানদের মধ্যে কোন ছেলেদের বিবাহ করা উচিৎ নয়?

কোন আমল করলে স্বামী-স্ত্রীর মিলনে অধিক সময় পাওয়া যায়?

কোন আমল করলে মনের আশা পূর্ণ হয়? 

কিভাবে স্ত্রীকে মারধর করা ইসলামী শরিয়তে সম্পূর্ণ নিষেধ? 

হাদীস মোতাবেক ভালবাসার সবচেয়ে বড় দুশমন কোনটি?

এমন কোন আমল যা করলে আল্লাহ তার প্রতি দশবার রহমত বর্ষণ করেন?

কোন স্ত্রী লোকের কবরে সব চেয়ে বেশি আযাব হবে?

কোন ব্যক্তি বেহেস্তে প্রবেশ করতে পারবে না?

কার সঙ্গে স্ত্রীকে তুলনা করলে স্ত্রী হারাম হয়ে যায়?

কোন ব্যক্তির কবরে আযাব হবে না?



Previous Post
Next Post