প্রশ্নঃ নারীদের কি পরিমাণ পর্দা করা ফরয?
উত্তরঃ কোরআন মাজীদে বর্ণিত ১৪ জন নারীকে বিবাহ করা হারাম, সূরা নেছা আয়াত-২৩ উল্লেখিত নারীগণ, যাদেরকে বিবাহ করা হারাম তাদের শুধু মুখ মণ্ডল দেখাতে পারবে, ইহা ছাড়াও যৌন কামনা মুক্ত পুরুষ মহিলা নাবালেক সন্তানকেও দেখাতে পারবে।
কুরআন মাজীদের সূরা নূর আয়াত-৩০-৩১ মুমিন নারী পুরুষ উভয়ের জন্য চক্ষু নিম্নগামী করা ফরজ। মুমিন স্ত্রী এমন একটি চাদর পরিধান করবে তার শরীরের অঙ্গ প্রতঙ্গ ও সৌন্দর্য ঢেকে যাবে। বর্তমানে যে বোরখার মাধ্যমে মাথা, মুখ মন্ডল, নিচে, সাইডে, ডানে, বামে ফাঁড়া থাকে তা পরা জায়েজ নেই।
