যে কোন ইউটিউব চ্যানেলের মাসিক ইনকাম কিভাবে দেখবো? | Je Kono Youtube Channel,er Monthly Income Kivabe Dekhbo?
প্রথমে বলতে গেলে আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং সেই চ্যানেলটিতে যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল থাকে, তাহলে আপনার চ্যানেলের ইনকাম দেখতে হলে আপনাকে যে ইউটিউব এর নিজস্ব ক্রিয়েটর স্টুডিও নামে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার চ্যানেলের Daily, Weekly, Monthly, Yearly and Lifetime আর্নিং দেখতে পারবেন।
এখন আপনার আসল প্রশ্ন হচ্ছে আপনি অন্যের চ্যানেলের মান্থলি ইনকাম কিভাবে দেখবেন?
যে কোন ইউটিউব চ্যানেলের মাসিক ইনকাম দেখার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, এর মধ্যে সবথেকে ভাল একটি ওয়েবসাইট হলো সোশ্যাল ব্লেড নামে একটি ওয়েবসাইট।
এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আপনি যে ইউটিউব চ্যানেলের মান্থলি অথবা ইয়ারলি ইনকাম জানতে চাচ্ছেন সেই চ্যানেলের লিংকটি নিয়ে এসে এখানে পেস্ট করবেন। পেস্ট করলে আপনি সেই চ্যানেলের মান্থলি অথবা ইয়ারলি ইনকাম দেখতে পারবেন তবে একটি কথা হচ্ছে এখানে সবসময় একুরেট ইনকাম দেখায় না।
এই ওয়েবসাইটটির আরেকটি বিশেষত্ব হলো এখানে শুধু ইউটিউব চ্যানেল নয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া
যেমনঃ YouTube, Twitch, Facebook, Instagram, Twitter, TikTok, Dailymotion, Odysee, Trovo, Mixer, DLive, StoryFire ইত্যাদি গুলোর মান্থলি এবং ইয়ারলি ইনকাম গুলো চেক করা যায়।
how to check monthly earning on any youtube channel?
যে কোন ইউটিউব চ্যানেলের মাসিক ইনকাম কিভাবে দেখবো? | Je Kono Youtube Channel,er Monthly Income Kivabe Dekhbo | Ibrahim blog