আপনার সঠিক সময়ের সিদ্ধান্ত সঠিক সময়ে নেওয়া উচিত।
আপনাকে কিছু কথা বলার পূর্বে ছোট্ট একটা গল্প বলি
একটি পাত্রের মধ্যে পানি রেখে তার ভিতরে একটি ব্যাঙ রাখা হল। এবার পাত্রটি চুলার উপরে রেখে পানি গরম করা শুরু করা হলো।
পানির তাপমাত্রা যখন আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকলো, তখন ব্যাঙ টি ও তার শরীরে তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো। যদিও সে ইচ্ছা করলে পাত্রটি থেকে লাফ দিয়ে বেরিয়ে যেতে পারত কিন্তু সে সেটা না করে , সে সহ্য করতে থাকে।
তাপমাত্রা যখন ক্রমাগত বাড়তে থাকে, তখন ব্যাঙ টা সিদ্ধান্ত নেয় সে পাত্রটি থেকে লাভ দিবে কিন্তু সে যখন লাফ দিতে চায়, তখন সে আর লাফ দিতে পারছিল না। কারন তার শরীরে আর আগের মত যতেষ্টো শক্তি ছিলনা। পানির তাপমাত্রা যখন আরো বেড়ে যায় তখন সে একটা সময় পাত্রের মধ্যেই মারা যায়।
এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় ব্যাঙ টি কিভাবে মারা গেল? এর উত্তরে আপনি কি জবাব দিবেন!
আপনি বা অধিকাংশ মানুষই বলবে ব্যাঙ টি গরম পানির কারণে মারা গিয়েছে। কিন্তু আমি যদি বলি ব্যাঙ টি গরম পানির কারণে মারা যায়নি। সে মারা গিয়েছে শুধু তার একটি সঠিক সিদ্ধান্তের কারণে।
এটাকে ভালোভাবে বোঝাতে গেলে, ব্যাঙ টি লাফ দেওয়ার জন্য যেই সময়টা বেছে নিয়েছিল ওই সময়টা তার জন্য সঠিক সময় ছিল না। সে লাফ দেওয়ার জন্য যদি পূর্বে থেকেই প্রস্তুতি নিয়ে লাফ দিত তাহলে আর তাকে এই পাত্রের মধ্যে মরতে হতো না।
এই গল্পটি বলার কারণ হচ্ছে, আপনার জীবনে যত বড় সমস্যা আসুক না কেন আপনাকে আপনার সমস্যা দেখে বুঝে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাহলেই আপনি আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন।