মোবাইল মাথার কাছে নিয়ে ঘুমালে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা হতে পারে?

মোবাইল মাথার কাছে নিয়ে ঘুমালে কি ক্যান্সারের হওয়ার সম্ভাবনা হতে পারে? ibrahimhossain.com

মোবাইল ফোন মাথার কাছে নিয়ে ঘুমালে কি ক্যান্সারের হওয়ার সম্ভাবনা হতে পারে?


বিজ্ঞানে এমন কোন ব্যাখ্যা নেই যে আপনার মাথার কাছে মোবাইল ফোন নিয়ে ঘুমালে আপনার শরীরে কোনো ক্ষতি হবে।


বিজ্ঞানের ভাষায় আপনাদেরকে বুঝাতে গেলে, মোবাইল ফোনের Radiation হলো এক রকম Radio-Wave এর মত।  


মোবাইল ফোনের এই Radiation টি Ionisation Radiation নয়। এই রেডিয়েশন পরমাণুর ইলেকট্রনের উপর কোন প্রকার প্রভাব দেখায় না। 


একটি মোবাইলের যে রেডিয়েশন ফ্রিকোয়েন্সি খুব কম অর্থাৎ এর শক্তি অনেক কম। আমরা যে দৃশ্যমান আলো দেখতে পাই, মাইক্রোওয়েভ এবং অবলহিত রশ্মির চেয়েও এর শক্তি অনেক কম। 


আমাদের মধ্যে অনেকেই আছে রেডিয়েশন শব্দটিকে ভয় পায়। কিন্তু আমরা অনেকেই জানি না যে দৃশ্যমান আলো এক প্রকার ইলেকট্রনিক রেডিয়েশন। 


দৃশ্যমান আলোর চেয়ে বেশি ফ্রিকোয়েন্সির এর ইলেকট্রনিক রেডিয়েশন গুলোই শুধুমাত্র ক্ষতিকর হয়ে থাকে। এক কথায় আমরা বলতে গেলে, মোবাইল ফোনের যে রেডিয়েশন এর থেকে আপনার শরীরে কোন ক্ষতির সম্ভাবনা নেই।


যারা বিজ্ঞানের ছাত্র তারা এই Electromagnetic Spectrum দেখে বুঝতে পারবেন।

মোবাইল মাথার কাছে নিয়ে ঘুমালে কি ক্যান্সারের হওয়ার সম্ভাবনা হতে পারে? ibrahimhossain.com

আর একটি কথা না বললেই নয়, ইউটিউবে এই সম্পর্কে অনেক ভুল তথ্য দিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানিয়েছে, সে সব ভিডিও দেখে আপনি বিভ্রান্ত হবেন না।

Previous Post
Next Post