ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো? | Freelancing Shikhbo Naki Outsourcing Sikhbo?

ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো? | Freelancing Shikhbo Naki Outsourcing Sikhbo?

ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো?


ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো এটি জানার আগে আপনাকে বুঝতে হবে ফ্রিল্যান্সিং জিনিসটা কি? এবং ফ্রিল্যান্সিং কাকে বলে?

ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো? | Freelancing Shikhbo Naki Outsourcing Sikhbo?

ফ্রিল্যান্সিং কি একদম সহজ ভাবে বলতে গেলে ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্ত পেশা। অন্যভাবে বলতে গেলে, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা কারো অধীনে কাজ না করে, স্বাধীন ভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে।

ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো? | Freelancing Shikhbo Naki Outsourcing Sikhbo?

এখন কথা হল ব্যাংকের যে কোন কাজকে ব্যাংকিং বলে,আর যারা কাজ করে তাদেরকে ব্যাংকার বলা হয়।

ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো? | Freelancing Shikhbo Naki Outsourcing Sikhbo?

তাহলে আপনার মাথায় এখন একটি প্রশ্ন আসতে পারে,যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করে তাদেরকে কি বলা হয়?

ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো? | Freelancing Shikhbo Naki Outsourcing Sikhbo?

যারা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা কারও অধীনে কাজ না করে স্বাধীনভাবে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে,তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়। অর্থাৎ পৃথিবীর যেকোন প্রান্তে শহর কিংবা গ্রামে বসে ফ্রিল্যান্সিং করে উপার্জন করতে পারেন। 

যেকোনো চাকরির থেকে ফ্রিল্যান্সিং করে দিগুন টাকা আয় করা সম্ভব, তবে তা যোগ্যতা ও দক্ষতার উপর নির্ভর করে। যার কাজের দক্ষতা যত বেশি সে ততো বেশি আয় করতে পারে। এই সেক্টরে ধরা বান্দা বলে কোন কাজ নেই, আপনি যত বেশি কাজ করতে পারবেন তত বেশি আয় করতে পারবেন।

ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো? | Freelancing Shikhbo Naki Outsourcing Sikhbo?

এখন ২য় প্রশ্ন হচ্ছে আউটসোর্সিং কি? আউটসোর্সিং কাকে বলে?


আপনি যদি ইন্টারনেট বা গুগলে সার্চ করেন আউটসোর্সিং কি? তাহলে গুগল থেকে আপনি যে উত্তরটি পেতে পারেন তাহলোঃ
আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্ত একটি পেশা। 

অর্থাৎ স্বাধীন বা মুক্ত ভাবে কোন প্রতিষ্ঠান বা কোন কোম্পানির কাজের চাপ ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের কাজ করে আয় করার নামই হচ্ছে আউটসোর্সিং।

ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো? | Freelancing Shikhbo Naki Outsourcing Sikhbo?

গুগোল কিন্তু আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং এই দুটোকে এক করে ফেলেছে, তবে প্রকৃতপক্ষে আউটসোর্সিং এর অর্থ হল একটি কাজ নিজে না করে নির্দেশনা প্রদানের মাধ্যমে অন্যকে দিয়ে সেই কাজটি সম্পাদনের নাম বা অপ্রকাশিত নামই হলো আউটসোর্সিং।

ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো? | Freelancing Shikhbo Naki Outsourcing Sikhbo?

অপ্রকাশিত নাম বলার কারণ হচ্ছে, ইন্টারনেট বা গুগলে সার্চ করলে এই দুটি জিনিসের মানে এক বলবে কিন্তু প্রকৃতপক্ষে এই দুটো জিনিসই ভিন্ন বা ব্যতিক্রম।

ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো? | Freelancing Shikhbo Naki Outsourcing Sikhbo?

যেমনঃ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বায়ার বা বিভিন্ন এজেন্সির লোকেরা আমাদের কাজ বা প্রজেক্ট দিয়ে থাকে যা হলো আউটসোর্সিং আর যারা সেই কাজগুলো নিয়ে নির্দিষ্ট পরিমাণ সময় নির্দিষ্ট অর্থের মাধ্যমে নিজের উন্মুক্ত বা নিজের সময়মত সময়ে কাজগুলো সম্পাদন করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়।

ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো? | Freelancing Shikhbo Naki Outsourcing Sikhbo?

এতক্ষণে আমরা সকলেই বুঝতে পেরেছি আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং জিনিসটা কি এবং আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং কাকে বলা হয়এখন আপনি ডিসাইড করুন আপনি কোন জিনিসটি শিখবেন, আউটসোর্সিং নাকি ফ্রিল্যান্সিং? 

ফ্রিল্যান্সিং শিখবো নাকি আউটসোর্সিং শিখবো? | Freelancing Shikhbo Naki Outsourcing Sikhbo?

আমাদের কথাঃ

আমাদের পোস্টটি আপনার কাছে কেমন লাগলো আমাদেরকে জানাতে একদমি ভুলবেন না। অনলাইন আর্নিং বিষয়ে আপনাদের যেকোন সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো, আপনারা শুধু আপনাদের সমস্যাটি আমাদেরকে জানান, 

নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার যেকোন সমস্যা আমাদেরকে জানাতে পারেন আমরা আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো এবং সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ!

Previous Post
Next Post