চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী | Bangladesh Navy Job Circular 2021

চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী | Bangladesh Navy Job Circular 2021

চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী।


জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌ বাহিনী। নৌবাহিনীর 2022 বি অফিসার ক্যাডেট ব্যাচ এ জনবল নিয়োগ দেওয়া হবে। আগামী 25 অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীগন আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতাঃ 

বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান পাস হতে হবে। ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানে ন্যূনতম জিপিএ 4.00 থাকতে হবে। 

অপরদিকে ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ও লেভেল 6 টি বিষয়ের মধ্যে ন্যূনতম ( A ) গ্রেড ও দুইটিতে ( B ) গ্রেড থাকতে হবে ( A ) লেবেলে ন্যূনতম দুইটিতে ( B ) গ্রেট থাকতে হবে। 

এছাড়া সশস্ত্র বাহিনীতে কর্মরত দের জন্য উভয় পরীক্ষায় জিপিএ 4.50 থাকতে হবে। এমনকি উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞানের ন্যূনতম জিপিএ 4.00 থাকতে হবে। 

2021 সালের এইচএসসি বা সমমান পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন, তবে যোগদানের আগে ফলাফল প্রকাশিত হবে।

শারীরিক যোগ্যতাঃ

পুরুষের ক্ষেত্রেঃ উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি ওজন 50 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি ও স্ফীত 32 ইঞ্চি।

নারীর ক্ষেত্রেঃ উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি ওজন 47 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক 28 ইঞ্চি ও স্ফীত 30 ইঞ্চি।

বয়সঃ এ বছরের 1 জুলাই সাড়ে 16 বছর থেকে 21 বছর এবং সশস্ত্র বাহিনীর জন্য 18 বছর থেকে 23 বছর নেওয়া হবে।

বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।

আবেদন প্রার্থীগণ এই ওয়েবসাইটটিতে গিয়ে আবেদন করতে পারবেন। 


আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।

আপনারা যারা জয়েন করতে ইচ্ছুক তারা দ্রুত আবেদন করুন।

News Collect: somoynews.tv

Previous Post
Next Post